রমজান আলী,নিজস্ব প্রতিবেদক : জোট ত্যাগের আভাস দিলেও বৈঠকে উপস্থিত না থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য নির্দিষ্ট আসন রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। ইসলামপন্থি এই জোটের কোন দল কতটি আসনে নির্বাচন করবে, তা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিতভাবে জানানো হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে জরুরি বৈঠকে বসেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের শীর্ষ নেতারা। রাজধানীতে অনুষ্ঠিত এ বৈঠকে জোটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা।
বৈঠকে উপস্থিত একটি দলের চেয়ারম্যান জানান, এই রাজনৈতিক মোর্চার নাম নির্ধারণ করা হয়েছে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’। তিনি বলেন, রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৫০ আসনের সমঝোতার ভিত্তিতে কোন দল কতটি আসনে নির্বাচন করবে, তা ঘোষণা করা হবে। বাকি ৫০টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিদ্ধান্তের পর বণ্টন করা হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন ছাড়া বাকি ১০ দলের নেতাদের নিয়ে বৈঠক শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা বৈঠক শেষে দুপুর পৌনে ৩টার দিকে আলোচনা শেষ হয়।
বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, “১১ দলীয় জোটের আজকের বৈঠকে আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হয়েছে। কোন দল কত আসনে জোট প্রার্থী হিসেবে নির্বাচন করবে, তা নির্ধারণ করা হয়েছে। রাত ৮টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।”
ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈঠকে কেন উপস্থিত ছিল না এবং তাদের বাদ দিয়েই কি ১০ দলের জোট গঠিত হয়েছে—এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, “ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে আমাদের আলোচনা চলমান রয়েছে। তাদের জন্য আসন নির্দিষ্ট করেই জোটের আসন ভাগাভাগি করা হয়েছে।”
এদিকে রাজনৈতিক অঙ্গনে এই আসন সমঝোতাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইসলামপন্থি দলগুলোর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
বরিশাল অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮,
মেইল: dailybarishalsangbad@gmail.com