শাহিন হাওলাদার, নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিসিক শিল্পনগরীতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে বিসিক শিল্পনগরী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ রিয়াজ হোসেন, পিপিএম।
সভায় বিসিক শিল্পনগরী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় পুলিশের টহল বৃদ্ধি, বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ, চুরি-ছিনতাই কমানো, শ্রমিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, বিসিক এলাকায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা প্রহরীর সংখ্যা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন বিসিক শিল্পনগরী বরিশালের ডিজিএম মোঃ নজরুল ইসলাম, বিএমপি কাউনিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদার, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, বিসিক শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ এবং বিসিক কর্মকর্তাগণ।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
বরিশাল অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮,
মেইল: dailybarishalsangbad@gmail.com