
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : বরিশালের মেহেন্দিগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের জোনাল জুনিয়র ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম খলিলুল্লাহকে মারধর করার ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ জানুয়ারি) পৌরসভার বদরপুর ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বদরপুর এলাকার বিদ্যুৎ গ্রাহক আলম খান পাঁচ মাসের বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করেন পল্লী বিদ্যুতের মেহেন্দিগঞ্জ জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম খলিলুল্লাহ। এ সময় ক্ষিপ্ত হয়ে প্রকৌশলীকে মারধর করতে থাকেন আলম খান। মারধরের খবর পেয়ে মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।
এই ঘটনায় সহকারী জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেছেন। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও সরকারি কর্মকর্তাদের মারধর করার অভিযোগ আনা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।