বরিশালের বাকেরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০ টায় কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কবাই ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ রিগান হাওলাদার ও সাবেক ইউনিয়ন বিএনপির সদস্য মনির শরিফ দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাত ১০ টায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘর্ষে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এতে উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হয়। সংঘর্ষে মোঃ রিগান হাওলাদারে পিতা রফিক হাওলাদার (৬০) ও আল আমিন (৩০) প্রতিপক্ষের ছুরি আঘাতে গুরুতর আহত হলে তাদেরকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রিগান হাওলাদারের ছোট ভাই সেজান হাওলাদার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে প্রতিপক্ষ রিগান গ্রুপের হামলায় মনির শরীফের পক্ষের ৫জন আহত হয়।
মনির শরীফ ও ফিরোজ সিকদার দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই গ্রেফতার করেছে পুলিশ। আহত রিপন, সৌরভ, সেলিনা বেগম বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, কবাই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৮জন আহত হয়েছে। এই সংঘর্ষের ঘটনায় মনির শরিফ ও ফিরোজ শিকদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।