বরিশাল জেলার সংসদীয় ছয়টি আসনে চূড়ান্ত যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ১০ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
| আসন | প্রার্থীর নাম ও দল | অবস্থা |
|---|---|---|
| বরিশাল-১ | কামরুল ইসলাম খান (জামায়াত) | স্থগিত (আয়কর সমস্যা) |
| বরিশাল-২ | আবুল কালাম আজাদ (জাসদ) | বাতিল (অঙ্গীকারনামা নেই) |
| বরিশাল-৩ | ইকবাল হোসেন তাপস (জাপা) | বাতিল (দ্বৈত নাগরিকতা/অঙ্গীকারনামা) |
| বরিশাল-৫ | ডা. মনিষা চক্রবর্তী (বাসদ) | স্থগিত (স্বাক্ষর অসংগতি) |
| বরিশাল-৫ | তরিকুল ইসলাম (স্বতন্ত্র) | বাতিল (ভোটার তালিকায় ভুল) |
ব্রেকিং আপডেট: স্থগিত প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আগামী কাল ৪ জানুয়ারি (রবিবার)। বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

