রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৪১

বরিশালে ৩ ও ৩০নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

বরিশালে ৩ ও ৩০নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

dynamic-sidebar

বরিশাল মহানগর বিএনপির অন্তর্গত ৩ ও ৩০ নম্বর ওয়ার্ডের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে এই কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরীন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য আরিফুর রহমান বাবু, সিরাজুল হক মৃধা, নওশাদ নান্টু, সাইদ খোকন, দুলাল গাজী, নুরুল ইসলাম পনির, ৮নং ওয়ার্ডের সাবেক আহ্বায়ক টিপু নেগাবান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

এছাড়াও ৩০ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ মুনসুর কাজী, রমজান হাওলাদার, মাসুম মাঝি এবং ৩ নং ওয়ার্ডের বজলুর রহমান খান, শওকত হোসেন টিটু, মিরাজুল হক মৃধা, মুনছুর হাওলাদার, আতাউর রহমানসহ বহু নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

নেতারা বলেন, বিএনপির গণআন্দোলনকে শক্তিশালী করতে এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রতিটি ওয়ার্ডে সদস্য সংগ্রহ কার্যক্রম চালু রাখা হবে। এই কর্মসূচির মাধ্যমে তরুণ ও নতুন প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করার পাশাপাশি দলের ভিত্তি মজবুত করা হবে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net