রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:১৩

বরিশালে নাক কাটা রুবেলের কান্ড!

বরিশালে নাক কাটা রুবেলের কান্ড!

dynamic-sidebar

নগরীর খালেদাবাদ কলোনীতে চাঁদা না দেওয়ায় এক গর্ভবতী নারীর পেটে আঘাত করে গর্ভের সন্তান হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হিসেবে পরিচিত ‘নাক কাটা রুবেল’ (৪০) গ্রেফতার হয়েছে। কোতোয়ালী মডেল থানা পুলিশ শনিবার সকালে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

অভিযুক্ত রুবেল শরীফ বরিশাল নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের খালেদাবাদ কলোনীর বাসিন্দা এবং চিহ্নিত চাঁদাবাজ ও দাগি অপরাধী। তার বিরুদ্ধে মারামারি, জমি দখল, চাঁদাবাজি ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩ এপ্রিল রাতে খালেদাবাদ কলোনীর এক ফার্নিচার ব্যবসায়ী সোহাগ কাজীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে রুবেল ও তার সহযোগীরা। চাঁদা দিতে অস্বীকার করায় সোহাগের ওপর চালানো হয় বেধড়ক মারধর। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে তার স্ত্রী, যিনি তখন গর্ভবতী ছিলেন, তাকেও আঘাত করে অভিযুক্তরা।

আহতের পেটে লাথি লাগার পর পরদিন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানকার আল্ট্রাসোনোগ্রামে দেখা যায় গর্ভস্থ শিশুটি মাথায় আঘাত পেয়ে মারা গেছে। অবশেষে সিজারিয়ানের মাধ্যমে মৃত সন্তান বের করা হয়।

রুবেল শরীফ ও তার ভাই আবুল বাসার ওরফে রাজন বরিশাল নগরীতে অপরাধমূলক কর্মকাণ্ডে পরিচিত নাম। তারা পটুয়াখালীর কার্তিকপাশা থেকে বরিশালে এসে অপরাধ জগতে সক্রিয় হয়। রুবেলের বিরুদ্ধে ২০০৯, ২০১৩ ও ২০২৩ সালের মামলা রয়েছে কোতোয়ালী থানায়। রাজনের বিরুদ্ধেও ২০২৩ ও ২০২৪ সালের মামলা নথিভুক্ত রয়েছে।

এ ঘটনায় বাদী পক্ষ আদালতে মামলা করলে আদালত তা গ্রহণ করে এবং গ্রেফতারে নির্দেশ দেয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে নাক কাটা রুবেলকে আটক করে।

থানা সূত্রে জানা যায়, এই মামলার তদন্তের মাধ্যমে অন্যান্য অভিযুক্তদেরও শনাক্ত ও গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের বর্বর ও অমানবিক ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net