বরিশালে চলছে উপমহাদেশের সর্ববৃহৎ মহা-শ্মশান দিপাবলীর প্রস্তুতি
- আপডেট সময় : ০২:২৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ৮০ বার পড়া হয়েছে
পলাশ চন্দ্র দাসঃ বরিশাল নগরীর ঐতিহ্যবাহি কাউনিয়া মহাশশ্মানে চলছে দিপাবলীর প্রস্তুতি।আগামী ১৩কার্তিক, ৩০অক্টোবর বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্মশান দিপাবলী। এ দিন শ্মশানে আলো জালিয়ে পূজা অর্চনার মধ্যে দিয়ে প্রয়াত প্রিয়জনদের স্মরণ করবেন স্বজনরা। প্রতি বারের ন্যায় এবারও এশিয়া উপ মহাদেশের সর্ববৃহৎ বরিশাল মহা শ্মশানে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্মশান দিপাবলী অনুষ্ঠান। আর প্রিয়জনদের সমাধীতে নতুন রূপ দিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্বজনরা। মহা শ্মশান রক্ষা কমিটির আহবায়ক বিজয় ভক্ত জানিয়েছেন, দিপালী উৎসবকে কেন্দ্র করে তাদের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বরিশাল নগরীর কাউনিয়াস্থ মহা-শ্মশান ঘুরে দেখা গেছে, প্রিয়জনদের সমাধীতে নতুন ভাবে সাজাতে ব্যস্ত সময় পার করছেন স্বজনরা। কেউবা মাটির সমাধী তৈরী করছেন, কেউ আবার পাকা সমাধীতে রংঙের আচর দিচ্ছেন। মা-বাবার সমাধিতে সাজ সজ্জার কাজ করতে আশা নগরীর ভাটিখানা নিবাসী শিপ্রা জানান। বছরের অন্যান্য সময় শ্মশানে এলেও দিপালী উৎসব উপলক্ষে তিনি তার প্রয়াত মা-বাবা, ঠাকুরমার সমাধীতে নতুন রূপে সাজাতে এসেছেন। নগরীর ভাটিখানার আরেক স্বজন
গবিন্দ দাস নাথু বলেন, তিনি তার বাবা-মার সমাধী তৈরী করতে এসেছেন। যাতে দিপালী উৎসবের দিন সেখানে পূজা অর্চনা করতে পারেন। এদিকে শ্মশানে অনেক সমাধী রয়েছে যার কোন স্বজন এখানে আসেন না কিংবা কেউ হয়তো বেঁচেও নেই। তাদের সমাধীতে শ্মশান কমিটির পক্ষ থেকে রংঙের কাজ করা হচ্ছে।বাংলা পঞ্জিকা অনুযায়ী বুধবার দুপুর ১:১২ মিনিটে ভু-চতুর্দশী শুরু হবে এবং বৃহস্পতিবার দুপুর ৩:৫২ মিনিটে শেষ হবে রাত ১২.১ মিনিটে শশ্মান কালিপূজা শুরু হবে।
এদিকে শ্মশান দিপালী উৎসবকে নির্বিঘ্ন করতে বরিশাল মেট্