রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মামুনুল হকের
- আপডেট সময় : ০১:১৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
- / ৫২ বার পড়া হয়েছে
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক সমমনা সব দলকে উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন, এখনই আমাদের পারস্পরিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, বিভেদে লিপ্ত হওয়ার সময় হয়নি। বাংলাদেশের সর্ববৃহৎ বিগত দিনের বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, এলডিপি, এনডিপি, গণঅধিকার পরিষদসহ সব রাজনৈতিক দল এবং তাদের নেতাদের আমি উদাত্ত আহ্বান জানাবো, এ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে গড়ে ওঠা আমাদের ঐক্যকে সিসাঢালা প্রাচীরের মতো মজবুত রাখতে হবে।
তিনি আরও বলেন, দেশপ্রেমিক জনতা যদি ঐক্যবদ্ধ থাকে বিদেশি কোনো প্রভুদের প্রশ্রয়ে সেই ফ্যাসিবাদ বাংলাদেশে আর নতুন করে ফিরে আসার সুযোগ পাবে না। কিন্তু আমরা যদি দ্বিধা বিভক্ত হই, আমাদের আবার কোনো ভিনদেশি শক্তির হাতে এ দেশের স্বাধীনতাকে ইজারা রাখতে হবে। কাজেই সেই দিন আমরা দেখতে চাই না।
বুধবার (২৩ অক্টোবর) বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক আরও বলেন, রাষ্ট্র এবং সরকারকে বলবো, সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করুন। তাদের সহযোগিতা নিশ্চিত করুন এবং যত দ্রুত সম্ভব হয় আগামী দিনের রোডম্যাপ ঘোষণা করুন। অনির্দিষ্টকালের জন্য, অনন্তকালের জন্য ক্ষমতায় বসে থাকার কোনো বাসনা আপনাদের যেন পেয়ে না বসে, সেজন্য সজাগ থাকতে হবে।
তিনি বলেন, দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার নাগালের বাইরে। কিন্তু আগস্ট বিপ্লবের সম্মানার্থে বিগত ফ্যাসিবাদের হাত থেকে মুক্তির সুবাদে এ সরকার এবং সহযোগীদের এখন পর্যন্ত বিনাশর্তে বাংলাদেশের মানুষ সহযোগিতা এবং সমর্থন দিয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যদি মনে করেন এ সমর্থন অনন্তকালের জন্য থাকবে তাহলে আপনারা ভুল করবেন। রাজনৈতিক সংলাপ ডাকুন। শুধু লোক দেখানোর জন্য আনুষ্ঠানিক সংলাপ নয়। সব রাজনৈতিক দলের সঙ্গে আপনারা সমন্বয় মজবুত করুন, সবার সঙ্গে ইন্টারনাল-এক্সটারনাল সব ধরনের যোগাযোগ বৃদ্ধি করে সবার সহযোগিতা নিয়ে এ সরকারকে সাফল্যমণ্ডিত করতে হবে। মনে রাখতে হবে, এ সরকার ব্যর্থ হলে আগস্ট বিপ্লবের সুফল বাংলার মানুষ ঘরে তুলতে পারবে না। যেকোনো মূল