০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে দিনদুপুরে সড়কে আ.লীগ নেতাকে মারলেন ছাত্রদল নেতা

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৩:১৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • / ৫০০ বার পড়া হয়েছে

বরিশালে খালেদা জিয়া ও তারেক রহমানকে কটূক্তি করায় আওয়ামী লীগ নেতাকে পেটালেন ছাত্রদল নেতা। ঘটনাটি ২০ অক্টোবর রোববার বরিশাল নগরীর গির্জা মহল্লায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার মুলাদি উপজেলার ৭নং কাজিরচর ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহবায়ক শামিম প্রকাশ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে নেতিবাচক কথাবার্তা বলায় পিটিয়েছে বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার ঝড় বইছে নগরীজুড়ে।

ভিডিওতে দেখা যায়, মুলাদি উপজেলার আওয়ামী লীগ নেতা শামিমকে মারধর করতে করতে বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক বলতে থাকেন- কেন তুই খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে আজেবাজে মন্তব্য করলি? এছাড়াও বলতে থাকেন আওয়ামী লীগের দলীয় ক্ষমতার অপব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের হামলা-মামলা চালিয়েছ। তখন আওয়ামী লীগ নেতা শামিম দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ছাত্রদল নেতা তরিক বলেন, আমিসহ কয়েকজন নেতাকর্মী গির্জা মহল্লায় একটি হোটেল বসে খাবার খাচ্ছিলাম। এমন সময়ে মুলাদি উপজেলার আওয়ামী লীগ নেতা শামিম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলায় নিজেকে কন্ট্রোল করতে না পেরে কয়েকটি চড়থাপ্পড় দিয়েছে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ট্যাগস :

Add