বরিশালে হাসানাত আব্দুল্লাহ, ডিআইজি, এসপি সহ ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা
- আপডেট সময় : ০৪:৪৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- / ২০১ বার পড়া হয়েছে
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ ও ডিআইজি, এসপিসহ ১৪ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে । ৮ অক্টোবর মঙ্গলবার বরিশাল আদালতে হাজির হয়ে মামলাটি দায়ের করেন আগৈলঝাড়া উপজেলার নগরকাঠী গ্রামের মৃত কবির হোসেন রনির ছেলে আশিকুর রহমান আসিফ। মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি কবির হোসেন রনিকে ঢাকা থেকে গ্রেফতার করে এনে আগৈলঝাড়ায় ক্রসফায়ার দিয়ে মারা হয়। ওই ঘটনার বিচার চেয়ে নয় বছর পর আজ বরিশাল আদালতে মামলা করেন নিহতের ছেলে আসিফ। আদালতের বিচারক মোকলেছুর রহমান মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফ আই আর করার নির্দেশ দেন। মামলার অন্যান্য আসামীর হলেন, বরিশালের সাবেক ডিআইজি, হুমায়ুন কবির, অ্যাডিশনাল ডিআইজি আকরাম হোসেন, পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, সহকারী পুলিশ সুপার এহসানউল্লাহ সহ ১৪ জন। এছাড়া অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে । মামলার বাদী নিহতের ছেলে আশিকুর রহমান আসিফ বলেন, আমার বাবা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলো এটাই তার অপরাধ। তৎকালীন সময়ে আবুল হাসনাত আব্দুল্লাহ ও আইনশৃঙ্খলা বাহিনী তাকে ক্রসফায়ারে নামে হত্যা করেছে। বাবা হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান তিনি।