০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে নারী কেলেঙ্কারিতে বহিষ্কৃত হওয়া সেই সোনালী ব্যাংকের কর্মকর্তা এখন সাগরদী শাখার ম্যানেজার!

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৮:২০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • / ২২৭ বার পড়া হয়েছে
যৌন হয়রানির অভিযোগে বহিষ্কার হওয়া সাবেক বরিশাল চক বাজার শাখার সোনালী ব্যাংক ম্যানেজার সেই প্রিন্স পারভেজ এখন নগরীর সাগরদী ব্রাঞ্চে কর্মরত রয়েছে।
জানা যায়, ২০২০ সালে বরিশাল চক বাজার শাখায় ম্যানেজার থাকাকালীন নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ সত্যতা প্রমাণিত হওয়ায় প্রিন্স পারভেজকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
এরপর বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ার পরপরই বরিশাল জিএম অফিসে কর্তব্যরত গোপাল চন্দ্র গোলদারকে ম্যানেজ করে প্রথমে জেলার আগৈলঝাড়া শাখায় ছয় মাস ম্যানেজার হিসেবে থাকার পর নগরীর সাগরদী ব্রাঞ্চে ম্যানেজার হিসেবে যোগদান করেন তিনি।
যৌন হয়রানির অভিযোগে বহিষ্কার হলেও অভ্যাস পরিবর্তন হয়নি তার। কাজের অজুহাতে নারী সহকর্মীদের শরীরে স্পর্শ করা তার পুরোনো অভ্যাস। নাম প্রকাশ না করার শর্তে সাগরদী শাখায় কর্তব্যরত এক নারী বলেন, ম্যানেজার প্রিন্স পারভেজ লম্পট চরিত্রের লোক।

পূর্বের সংবাদটি:  বরিশালে সোনালী ব্যাংকের সহকর্মীকে যৌন হয়রানি করেন ব্যাংক ম্যানেজার!


শুধু এখানেই নয়, এরআগে বরিশাল জেলার উজিরপ