০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মাংসের দুর্গন্ধ ছড়িয়ে গেছে গোটা এলাকায়, কী খাওয়াচ্ছে সুলতান’স ডাইন?

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০১:৪৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • / ৮৯ বার পড়া হয়েছে

মাংসের দুর্গন্ধ ছড়িয়ে গেছে গোটা এলাকায়। প্রতিদিনই বের হয় দুর্গন্ধ।

মাংসের পচা গন্ধে টেকা দায় এলাকাবাসীর। উপায় না পেয়ে অবশেষে দুর্গন্ধের উৎস খুঁজতে খুঁজতে যেখানে গিয়ে পৌঁছায় এলাকাবাসী, বিস্মিত হন তারা।

এই দুর্গন্ধ ছড়াচ্ছিল সিলেটে সদ্য উদ্বোধন হওয়া মুখরোচক খাবারের দোকান সুলতান’স ডাইনের মাংস সংগ্রহশালা থেকে।

তার মানে পচা খাসির মাংসে রান্না হয় সিলেটের সুলতান’স ডাইনের কাচ্চি! সর্বনিম্ন ২৯০ থেকে ৪ হাজার ৪৫০ টাকা প্লেট বিক্রি করা কাচ্চির নামে পচা মাংস খাওয়াচ্ছে রেস্তোরাঁটি! এ ঘটনা জানাজানির পর তোলপাড় চলছে সিলেটে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবারে। ওইদিন সন্ধ্যায় নগরীর দাঁড়িয়াপাড়ায় ইমন হাউজিং নামক টিনশেড বাসা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ওই বাসায় জমা রাখা পচা মাংস কোথায় রান্না হয়, কাদের জন্য রান্না হয় সেই খোঁজ নেন স্থানীয় কয়েকজন যুবক।

স্থানীয়রা জানান, নগরীর দাঁড়িয়াপাড়া এলাকার ইমন হাউজিং বাসা থেকে কয়েকদিন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুর্গন্ধে নাক চেপে বা মাস্ক পরে চলতে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের। মঙ্গলবার বিকেলে কয়েকজন স্থানীয় যুবক সেখানে যান এবং দেখতে পান ওই বাসায় খাসির মাংস মজুত করে রাখা আছে। পরে জানা যায়, এগুলো সুলতান’স ডাইনের খাসির মাংস।

এ সময় তারা পচা মাংসের অভিযোগ তুললে এবং তাদের তোপের মুখে সেখানকার দায়িত্বরত ব্যক্তিরা বলেন, এখানে কিছু গন্ধ হবে। কারণ, মাংসগুলো সিলেটে জবাই করা মাংস না। ঢাকায় খাসি জবাই করে মাংস সিলেটে আনা হয়।

এ সময় যুবকেরা স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের শরণাপন্ন হলে তারা সুলতান’স ডাইনের ম্যানেজারকে অবহিত করেন। তারা প্রয়াত নায়ক সালমান শাহ’র মামা কুমকুমের বাসায় বসে সমাধানের চেষ্টা করেন।

এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে সাংব