সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের জামিন না মঞ্জুর
- আপডেট সময় : ০১:১৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / ৫৬ বার পড়া হয়েছে
বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের মামলায় কারান্তরীন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের জামিন হয়নি।
বুধবার (২ অক্টোবর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে তার জামিনের আবেদন করা হয়।
বিচারক শেখ আবু তাহের তার জামিনের আবেদন না মঞ্জুর করেন বলে বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানিয়েছেন।
বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক শামীমকে গত ২২ সেপ্টেম্বর রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়।
গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার প্রধান আসামি তিনি।
মামলার আসামি হিসেবে ২৩ সেপ্টেম্বর তাকে বরিশাল আদালতে হাজির করা হয়। এ সময় তার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম বলেন, তার জামিনের আবেদন করেন আইনজীবীরা। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।