এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার অপরাধে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ২৬নং চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (৩০ মে) ওই বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার রাতে ওই শিক্ষকের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় মামলা করেছেন ওই শিশুর মা।
ধর্ষণচেষ্টার শিকার শিশুটি ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে।
অভিযুক্ত শিক্ষকের নাম আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহ ওরফে জাকির সরদার। মামলার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সকাল ১০টায় স্কুলে যায় ওই শিশুটি। এ সময় স্কুলে কেউ না থাকায় বেলা ১১টার দিকে ওই শিশুতে অফিস কক্ষে (লাইব্রেরি) নিয়ে যান প্রধান শিক্ষক জাকির।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার অপরাধে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪