বার্তা ডেস্ক: ঝালকাঠির নলছিটিতে ২০ বছর পলাতক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শাহীন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ ডিসেম্বর ) দিবাগত রাত ১২টার টিকে রাজধানীর এয়ারপোর্ট এলাকায় থেকে আসামি শাহীন মোল্লাকে গ্রেফতার করা হয়।
শাহীন মোল্লা উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মধ্য কামদেবপুর এলাকার মতিয়ার রহমান ওরফে মতি মোল্লার ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, র্যাবের সহযোগিতায় নলছিটি থানা পুলিশ শুক্রবার রাতে এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে শাহীন মোল্লাকে গ্রেফতার করে। শাহীন মোল্লার বিরুদ্ধে ২০০৩ সালে নলছিটি থানায় একটি হত্যা মামলা হয়। ওই মামলায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন আদালত। এরপর থেকে তিনি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪