স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি স্বামী ইকবাল বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ইকবাল জেলার গৌরনদী উপজেলার লক্ষনকাঠী গ্রামের আবুল কালাম বেপারীর ছেলে।
তিনি ১৪ বছর পলাতক জীবন পার করেছিলেন।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে এসব তথ্য জানান গৌরনদী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বাড্ডা এলাকায় রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে ইকবাল বেপারীকে গ্রেপ্তার করা হয়। স্ত্রী হত্যার দায়ে ২০০৫ সালে মৃত্যুদণ্ডের রায় হয়েছিল তার বিরুদ্ধে।
এ রায়ের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে আপিল করেছিলেন দণ্ডপ্রাপ্ত। ২০১০ সালে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন উচ্চ আদালত।
এরপর থেকেই পলাতক ছিলেন ইকবাল।
তিনি জানান, গ্রেপ্তারের পর ঢাকা থেকে ইকবালকে বরিশালে এনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এএসআই রফিকুল ইসলাম আরও জানান, একই অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খাঞ্জাপুরের কমলাপুর গ্রামের মোহাম্মদ আলির ছেলে জয়নাল আবেদীন ও ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি নাঠৈ গ্রামের কাজী হাবিবুর রহমানের ছেলে মনির কাজীকে গ্রেপ্তার করা হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪