বরিশালের মুলাদী উপজেলার সীমান্তবর্তী কালকিনির একটি গ্রামে হাতবোমা তৈরি সময় বিস্ফোরণে আহত হয়েছিলেন কামাল ব্যাপারী (৪০)। বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কামাল ব্যাপারী মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের সেলিম ব্যাপারীর ছেলে। গত ১ জুন কালকিনি উপজেলার কাজীকান্দি এলাকায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার লাশ দাফন করা হয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় গ্রাম পুলিশের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, গত ১ জুন রাতে মুলাদী উপজেলার সীমান্তবর্তী কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কাজীকান্দি এলাকায় হাতবোমা তৈরি করতে গিয়েছিলেন কামাল ব্যাপারী। ওই সময় হাতবোমা বিস্ফোরণে কামালসহ ৩ জন আহত হন। তার সহযোগীরা তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে তিনি মারা যান।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, কালকিনি উপজেলায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত কামাল ব্যাপারীর লাশ মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামে নিজ বাড়িতে দাফন করা হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪