ভোলার চরফ্যাশনে এক যুবক প্রবাসে থাকেন ১৫ মাস ধরে। পরকীয়ার কারণে তার স্ত্রী বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাটি জানাজানির পর অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন প্রবাসীর বসতঘর থেকে বের করে দিয়েছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। পরে ওই প্রবাসীর স্ত্রী তার গর্ভের সন্তানের বাবার স্বীকৃতি পেতে পরকীয়া প্রেমিক মেহেদী হাসান উজ্জ্বলের বাড়িতে অবস্থান নেন। এরপরই যুবক মেহেদী হাসান উজ্জ্বল বাড়ি থেকে পালিয়ে যান।
রোববার বিকালে উপজেলার জাহানপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পরকীয়া প্রেমিক যুবক মেহেদী হাসান উজ্জ্বল জাহানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত নসু মহাজনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহানপুর ইউনিয়নের এক যুবকের সঙ্গে পার্শ্ববর্তী হাজারীগঞ্জ ইউনিয়নের ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর তাদের এক পুত্রসন্তানের জন্ম হয়। তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। এর মধ্যে গত ১৫ মাস আগে স্বামী সৌদি আরবে পাড়ি জমান। এ সুযোগে বাড়ির পাশের বাসিন্দা মৃত নসু মহাজনের ছেলে যুবক মেহেদী হাসান উজ্জ্বলের সঙ্গে গৃহবধূ পরকীয়ায় লিপ্ত হয়। একপর্যায়ে প্রবাসীর স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
এ ব্যাপারে প্রবাসীর বোন জানান, ১৫ মাস আগে আমার ভাই বিদেশ গিয়েছে। এর মধ্যেই আমার ভাবি ৬ মাসের অন্তঃসত্ত্বা। প্রবাসে ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। সে বলেছে ঘর থেকে বের করে দিতে; তাই আমরা বের করে দিয়েছি।
অন্তঃসত্ত্বা গৃহবধূ জানান, এ ঘটনা যে ঘটাইছে তার বাড়িতে আমি অবস্থান নিয়েছি। তার মা আমাকে মেনে নিয়েছেন। এর বাহিরে তিনি আর মন্তব্য করেননি।
এ ঘটনার পর থেকে কলেজপড়ুয়া যুবক মেহেদী হাসান উজ্জ্বল পলাতক থাকায় বক্তব্য জানা যায়নি। তবে তার মা বলেন, আমি ও আমার ছেলে গৃহবধূ মেনে নিয়েছি।
শশীভূষণ থানার ওসি এনামুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪