পিরোজপুরের স্বরূপকাঠিতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ওই ঘটনা ঘটে।
আহতরা হলো উপজেলার বালিহারী গ্রামের মো. দুলাল (৬০), মো. জাফর (৬৫), ফাহিমা (১৭), সাদমান (৩), খালেদা বেগম (৪৫), সিনথিয়া (১৮), অনিক (১৩), সাইদুর রহমান (৪৫), সায়ন (১১), মুকুল বেগম (২৫), সেহাংগলের তায়েবা বেগম (৬০), সারেংকাঠির শর্মি (১৫), চিলতলার আরিয়ান শাহ (২১), সোহাগদলের পারভীন বেগম (৩৯)।
স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলার বালিহারি, সেহাংগল, চিলতলা, সোহাগদল ও সারেংকাঠি গ্রামের লোকজন পাগলা কুকুরের কামড়ের শিকার হয়।আহতদের মধ্যে ১৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। গুরুতর আহত দুলালকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা চিকিৎসা (শেবাচিমে) মেডিক্যালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বলেন, কুকুরের আক্রমণে আহত ১৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।গুরুতর আহত দুলালকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকাসহ হাট-বাজারে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪