বিশ্বসেরা অলরাউন্ডার সাবিক আল হাসান রেগে যান, ক্ষেপে যান, মেজাজ হারান— এমন কত কথাই তো শোনা যায়। এ যেন এক ভিন্ন সাকিব, অচেনা সাকিবকে শনিবার দেখা গেল। সমর্থকদের মুখে ‘ভুয়া ভুয়া’ শুনে একসময় নিজেও বলতে থাকলেন ‘ভুয়া ভুয়া’।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারির এক পাশে রংপুর রাইডার্সের বিশাল পতাকা। ম্যাচশেষ হতেই সাকিব ও তার সতীর্থরা ছুটে গেলেন সেদিকে। সাকিব শুধু ভক্তদের কাছেই গেছেন, এমন নয়। গ্যালারির নিরাপত্তা দেয়ালের ফাঁক দিয়ে ছুঁলেন ভক্তদের। কে জানে, কত ভক্তের আজন্ম লালিত সাধ হয়তো পূরণ করলেন!
এর আগে সাকিব বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময়ও দেখা গেছে সমর্থকদের উন্মাদনা। কেউ কেউ করছিলেন ঠাট্টাও। ভুয়া ভুয়া বলার সময় সাকিবকেও দেখা যায় সমর্থকদের সঙ্গে তাল মিলাচ্ছেন ভুয়া ভুয়া বলে। এর পর সবাই সাকিবের নাম ধরে উল্লাস করতে থাকেন। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন সাকিব নিজেও।
তিনি বলেন, এটা খুব মজার বিষয়। আমি যখন ওদের ভুয়া ভুয়া বললাম ওরা সবাই খুশি হয়ে গেল। এবং তার পর দেখি সবাই আমার পক্ষে কথা বলছে। বুঝলাম না ঘটনাটা কী।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪