প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ৯:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৪, ৬:২৬ পি.এম
রাঙ্গাবালীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে শপথ
‘বাল্য বিয়েকে না বলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাধ্যমিক স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বসুন্ধরা শুভসংঘ রাঙ্গাবালী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে ওই স্কুলপড়ুয়া শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি।
আর এখান থেকে সমাজ রক্ষায় কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার চেষ্টায় বসুন্ধরা শুভসংঘের রাঙ্গাবালী শাখার বন্ধুরা এমন কর্মসূচি গ্রহণ করেন।ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাজেদা বেগমের সভাপতিত্বে সচেতনতামূলক ওই সভায় উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও একাত্তর টেলিভিশনের রাঙ্গাবালী প্রতিনিধি কামরুল হাসান, নয়াভাঙ্গুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘের রাঙ্গাবালী শাখার উপদেষ্টা লিমন আনসারী, শুভসংঘের সাবেক সভাপতি মাহমুদুল্লাহ সাব্বির।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম সোহেল, ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক সঞ্জিব সাহা, ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাজেদা বেগম, নয়াভাঙ্গুণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম, দেশ রূপান্তরের রাঙ্গাবালী প্রতিনিধি তুহিন রাজ, বসুন্ধরা শুভসংঘ রাঙ্গাবালী উপজেলা শাখার উপদেষ্টা লিমন আনসারী, সাবেক সভাপতি ঝিলাম তাওহীদ ও সাবেক সহসভাপতি ইমরোজ মাহমুদ রুদ্র প্রমুখ।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪