প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৩:০১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৪, ২:১৮ এ.এম
যত দিন প্রয়োজন যৌথ বাহিনীর অভিযান চলবে : নৌবাহিনী প্রধান

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, সেনা, নৌ ও বিমান বাহিনী সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বর্তমানে যৌথ বাহিনীর কার্যক্রমে অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইন-শৃঙ্খলা রক্ষায় অভিযান পরিচালনা করা হচ্ছে। যৌথ অভিযানে নৌবাহিনী সহযোগিতা করছে। যত দিন পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান প্রয়োজন হবে সরকারি নির্দেশ মোতাবেক তত দিনই সহযোগিতা করা হবে।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ভোলাসহ সারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যসহ সব জনগণের সহযোগিতা প্রয়োজন। ভোলা জেলায় প্রায় ১৫০ কিলোমিটারের মতো জলপথ রয়েছে। সেই জলপথ পাহারা দেওয়ার জন্য পুলিশ ও কোস্ট গার্ড কাজ করছে।
বর্তমানে নৌ বহিনীর সদস্যরাও কাজ করছেন। প্রয়োজনে আমাদের সদস্যর সংখ্যা বৃদ্ধি করা হবে। নৌপথগুলোতে সব ধরনের চাঁদাবাজি, সহিংসতা বন্ধের পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’মতবিনিময়সভায় জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪