বার্তা ডেস্ক ॥ বরিশালের মুলাদীর টুমচর গ্রামে প্রকাশ্যে মো. রুবেল শাহ (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (০৩ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। নিহত রুবেল মুলাদীর বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের মৃত সেকান্দার শাহর ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, ওই গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে হাজী গ্রুপ ও আকন গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। বুধবার সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে রুবেল শাহ জাগরণী বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে মোকসেদ আকনের বাড়ির সামনে গেলে প্রতিপক্ষের ১০/১৫ জন ধারালো অস্ত্র নিয়ে রুবেলের ওপর হামলা করেন। তারা রুবেলকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে কালকিনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ওসি জাকারিয়া বলেন, কালকিনী থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে রুবেলের মরদেহ ময়নাতদন্ত করবে। এ ঘটনায় মুলাদী থানায় হত্যা মামলা হবে। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪