প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৪, ১:১৮ এ.এম
ভোলায় সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা

ভোলার চরফ্যাশন উপজেলায় যুগান্তর পত্রিকার চরফ্যাশন দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেনের ওপর হামলা করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) আসরের নামাজের সময় সমজিদ থেকে ডেকে নিয়ে তাকে মারধর করা হয়। মুসল্লিরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন এম আমির হোসেন জানান, আসরের নামাজের সময় অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা।
এ সময় মাথায় আঘাত প্রাপ্ত হন তিনি এবং একটি হাত ভেঙে যায়। অজ্ঞান হয়ে পড়লে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।সাংবাদিক আমির হোসেনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ ও সাধারন সম্পাদক কামাল গোলদারসহ চরফ্যাশন কর্মরত সব সাংবাদিকরা। দোষীদের শনাক্ত করে আইনের আওয়াতায় এনে বিচারের দাবি জানান তারা।
চরফ্যাশন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে গিয়ে আহত সংবাদিকের জবানবন্দি নিয়েছে পুলিশ। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪