ভোলার চরফ্যাশন ভূমি অফিসের সীমানা প্রাচীরের মধ্যে অবৈধভাবে প্রবেশের দায়ে ২ যুবককে আটক করা হয়েছে। চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছালেক মুহিত থানা পুলিশের সহযোগিতায় তাদের আটক করেন। আটক দুই যুবককে পরিবারের জিম্মায় অঙ্গীকারনামা রেখে ছেড়ে দেয়া হয়েছে।
রবিবার অফিস চলাকালীন ভূমি অফিসের বাউন্ডারির পাশ থেকে তাদের আটক করা হয়েছে।
আটকৃতরা হলেন মো.শাহাদাত হোসেন প্রিন্স (২০) পৌরসভা ২নং ওয়ার্ডের বাসিন্দা ও তানজিল হোসেন মাহির (২১) পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মো.বেলায়েত হোসেনের ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ নিরাপদ আস্তানা হিসেবে অফিসের অভ্যন্তরে নানা রকম অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছালেক মুহিত জানান, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না এই শর্তে পরিবারের জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪