বার্তা ডেস্ক ॥ নির্বাচনের পূর্ব নির্ধারিত ফলাফলের প্রতিবাদ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে ভোলায় বিএনপি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে। এসময় বিএনপির নেতৃবৃন্দ ৭ তারিখের ভোট বর্জন করায় জনগণকে ধন্যবাদ জানিয়েছে।
মঙ্গলবার দুপুরে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটনের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ শহরের ইলিশা বাসস্ট্যান্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে।
এসময় জেলা বিএনপির সদস্য লোকমান গোলদার, পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রবিন চৌধুরী, জেলা ছাত্রদলের নেতা নূর মোহাম্মদ রুবেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম বাপ্পিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪