শফিক খাঁন, ভোলা: ভোলা ইলিশা লঞ্চঘাটে ঈদে ঘর মুখো যাত্রীদের গন্তব্যে পৌছতে নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে দুটি লঞ্চকে ও অতিরিক্ত টোল আদায়ের দ্বায়ে ইজারাদার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এমভি দোয়েলাখি ১ ও দোয়েলপাখি ১০ দুটি লঞ্চকে দশ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সাথে ইলিশা ঘাট ইজারাদার যাত্রীদের থেকে ৫ টাকা টোলের এর পরিবর্তে ১০ টাকা টোল আদায় করার অপরাধে ইজারাদার কে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
আজ শুক্রবার ১৪ ই জুন দুপুর ১২:৩০ মিনিটে ভোলা সদর উপজেলার ইলিশা ঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমতুল্লাহ।
ম্যাজিস্টেট রহমতুল্লাহ বলেন, যাত্রীবাহী লঞ্চ এমভি দোয়েলপাখি ১ ও দোয়েলপাখি ১০ নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহনে নৌ পথে ঝুঁকি এড়িয়ে নিরাপত্তা নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে এবং ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় দুটি লঞ্চকে জরিমানা করা হয়েছে।
একই সাথে ঘাট ইজারাদার অতিরিক্ত টোল আদায় করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪