জেলা সদরে আজ পণ্যের মূল্য তালিকা না রাখা ও নকল পণ্য বিক্রয়ের অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের নতুন বাজারের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান-
অভিযানে মূল্য তালিকা না রাখার অপরাধে জয় স্টোর ও মাতাব্বর স্টোরকে ১ হাজার করে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নকল পণ্য বিক্রির অভিযোগে বিসমিল্লাহ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম সহায়তা করে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪