নতুন কারিকুলামে অসঙ্গতি, দূরীকরণ পাঠ্য পুস্তক সংশোধন মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রনয়ন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহাতাবকে পূর্ণবহালের দাবিতে ভোলায় মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা শাখা।
বৃহস্পতিবার সকালে ভোলা সদর রোডস্থ কে জাহান মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ভোলা জেলা শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর এর সভাপতি মাওলানা মো: আতাউর রহমান মোমতাজী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওবায়েদুর বিন মোস্তফা, সাধারণ সম্পাদক মাওলানা মো: তরিকুল ইসলাম।
শিক্ষক ফোরামের জেলা সেক্রেটারি মোঃ মেহেদী হাসান ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর যুগ্ম-সম্পাদক মাওলানা মুফতি মো: আব্দুল মোমীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাফেজ মাওলানা মো: আব্দুর রব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম ,ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারন সম্পাদক মোঃ জহিরুর ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪