গণহত্যা দিবস উপলক্ষে ভোলার বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে ভোলা কলেজের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় আলোচনা সভা এবং ‘স্মরণিকা ২৫ মার্চ’ নামে একটি দেয়াল পত্রিকার উদ্বোধন করা হয়েছে।
ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ স্বপনসহ অন্যান্য শিক্ষক।
বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভোলায় সংগঠিত ৬টি সম্মুখযুদ্ধে অংশ নিয়েছেন। বীর মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাক বাহিনী ১০ ডিসেম্বর ভোলা থেকে পালিয়ে যায়।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪