“বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” স্লোগানকে সামনে রেখে. সোমবার সকালে ভোলার বাংলাবাজার ফাতেমা খানম কলেজে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক সেমিনার এর আয়োজন করেছে ভোলা জেলা লিগ্যাল এইড কমিটি।
কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা লিগ্যাল এইড অফিসার এবং সদস্য সচিব সাব্বির মো: খালিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী জজ মোঃ ফজলে রাব্বি, সহকারী জজ হযরত আলী, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের গভর্নিং বডির সদস্য সফিকুল ইসলাম।
এ ছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাবাজার ফাতেমা খানম কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪