বার্তা ডেস্ক ॥ জেলার সদর উপজেলায় আজ অবৈধ পলিথিন শপিং ব্যাগ পরিবহনের দায় যাত্রীবাহী লঞ্চ “কর্ণফুলী-৯” -কে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার দুপুরে জেলা সদরের খেয়াঘাট এলাকায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানকালে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।
অভিযানকালে ১০টি বস্তার মধ্য থেকে আটশ’ কেজি পলিথিনের ব্যাগ জব্দ করা হয়।
এসময় জেলায় পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক মো. তোতা মিয়া-সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোলা সদরের খেয়াঘাট এলাকায় ভোলা-ঢাকা নৌ রুটের যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-৯ তে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০ টি বস্তার মধ্যে থেকে প্রায় ৮০০ কেজি পলিথিন জব্দ করা হয়। এসময় লঞ্চটির কর্তৃপক্ষকে ১৩ হাজার টাকা জরিমানা এবং অবৈধ পলিথিন শপিং ব্যাগ পরিবহন না করার জন্য লঞ্চ কর্তৃপক্ষের নিকট থেকে মুচলেকা গ্রহণ করা হয়।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪