মনপুরা উপজেলায় আজ প্রায় ৩০ কেজি ওজনের একটি বিপন্ন প্রজাতির কাছিম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপাতালিয়া সংরক্ষিত বনাঞ্চলের বালুরচর এলাকা থেকে স্থানীয়রা কাছিমটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের সদস্যরা সেটি মেঘনা নদীতে অবমুক্ত করে।
বন বিভাগের মনপুরা রেঞ্জ অফিসার রাশেদুল হাসান বাসসকে জানান, শীত মৌসুম হলো কাছিমের প্রজনন কাল। ধারণা করা হচ্ছে প্রজননের জন্য বালুর চরে এসে কাছিমটি আটকা পড়েছিল। বাংলাদেশের উপকূলবর্তী দ্বীপ ও চরাঞ্চলে এদের অস্তিত্ব থাকলেও বিশ্বব্যাপী এরা অনেকটাই বিলপ্তির পথে।
তিনি আরো জানান, জলপাই রংয়ের প্রাপ্তবয়স্ক কাছিমটির ওজন প্রায় ৩০ কেজি। এর ইংরেজি নাম অলিভ রিজল সি টারটোল ও বৈজ্ঞানিক নাম লেপিডোচেলিস অলিভাসিয়া। আজ দুপুরে মেঘনা নদীতে কাছিমটি অবমুক্ত করা হয়। সূত্র : বাসস
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪