ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলট এলাকায় বুধবার (০২ অক্টোবর) যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ শহিদ ব্যপারী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে সাড়ে ২৮ কেজি গাঁজা, ১৮৭ পিস ফেন্সিডিল, ১৭ পিস ইয়াবা ও নগদ ৩২,০৮০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া, অভিযানের সময় শহিদ ব্যপারীর সাথে থাকা আরও ৪ জন আসামিকেও হেফাজতে নেওয়া হয়। যৌথ বাহিনী সূত্র জানায়, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আগে থেকেই বেশ কিছু অভিযোগ ছিল এবং এই অভিযানের মাধ্যমে স্থানীয় সমাজে মাদকবিরোধী অভিযানকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
এটি একটি সফল অভিযান হিসেবে স্থানীয় জনগণের মধ্যে সন্তোষ সৃষ্টি করেছে। যৌথ বাহিনী এ বিষয়ে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪