ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলার ভেলুমিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো, হালিমা বেগম (৭) ও হাবিবা বেগম (৫)। তারা ওই এলাকার মো. সফিক মাতব্বরের মেয়ে।
তাদের চাচা মো. মহিউদ্দিন মাতাব্বর জানান, দুপুরে হালিমা মাদরাসা থেকে বাড়িতে এসে বসতঘরের সামনের পুকুরে গোসল করতে যায়। ওই সময় হাবিবাও বড় বোনের সঙ্গে গোসলে যায়। কোনো একসময় তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪