প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ৯:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৪, ১১:০১ পি.এম
বোরহানউদ্দিনের প্রয়াত মিলন মিয়ার শোকাহত পরিবারের পাশে এমপি মুকুল

সদ্য প্রয়াত বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মিলন মিয়ার মৃত্যুর সংবাদ শুনে তার বাসভবনে ছূটে গেলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
শুক্রবার দুপুরে এমপি মুকুল পৌর শহরের উপজেলা রোডস্থ আমতলায় মিলন মিয়ার বাসভবনে যান। তিনি মিলন মিয়ার মা, ভাই, ছেলে মেহেদী হাসান সাগর, মোস্তাফিজ রহমান শাওন ও মেয়ে নাদিয়া রহমান মিমুর সাথে তিনি কুশল বিনিময়ের পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল বলেন, সাইদুর রহমান মিলন ভাই অত্যান্ত ভালো একজন মানুষ ছিলেন। বোরহানউদ্দিবাসীর জন্য আজীবন তিনি কাজ করেছেন। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে এটাই কামনা করছি।
উল্লেখ্য, সাইদুর রহমান মিলন মিয়া বোরহানউদ্দিন পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র হিসেবে দীর্ঘ ৯বছর দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি পৌর বিএনপির সভাপতি হিসেবেও দীর্ঘ বছর দায়িত্ব পালন করছেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪