বার্তা ডেস্ক ॥ বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে ভাসমান অবস্থায় আহত একটি পুরুষ (পাল্লা) হরিণ উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের লাল দিয়া চর সংলগ্ন বিষখালী নদী থেকে হরিণটি উদ্ধার করা হয়।কোস্টগার্ড হরিণটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তরের উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসা দেওয়া হয়।
পাথরঘাটা বিট কর্মকর্তা আ. হাই বলেন, কোস্টগার্ড বিষখালী নদীতে ভাসমান অবস্থায় ওই হরিণটি উদ্ধার করে। উদ্ধারের পর হরিণের পেছনের বাম পায়ে আঘাত থাকায় দ্রুত আমাদের খবর দিলে আমরা তাৎক্ষণিক চিকিৎসায় নিয়ে এসেছি। হরিণটি বনবিভাগের তত্ত্বাবধায়নে চিকিৎসা চলছে।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে উপ-সহকারী কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, হরিণের পেছনের বাম পায়ে অনেক আঘাত রয়েছে। হয়তো কোনো হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হয়েছিল হরিণটি। হরিণটি সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪