ভোট দেওয়ার অধিকার দিয়েছে বিএনপি আর আওয়ামী লীগ ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা সবার অধিকার ফেরত দেব। ২০০৪ সালে ২ ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়া কলাপাড়ায় এসেছিলেন। উপজেলায় ২টি সরকারি হাসপাতাল বেগম খালেদা জিয়া করেছেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি, তিনি অনেক জুলুমের শিকার হয়েছেন তবুও এ দেশের মাটি ও মানুষকে ছেড়ে পালিয়ে যাননি।
তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনাদের নেত্রী কোথায়? এমন নেত্রীর রাজনীতি না করাই ভালো, যে নেত্রী দেশ ছেড়ে পালায়।
সংবর্ধনা অনুষ্ঠানে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক মো. সাইদুর রহমান সোহেল, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান পারভেজ, ও সভাপতি আ. জলিল হাওলাদার, কলাপাড়া উপজেলা পৌর বিএনপির সভাপতি মো. ফারুক গাজী ও সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সী, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হাফিজুর রহমান চুন্নু তালুকদার প্রমুখ।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪