বার্তা ডেস্ক ॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বিএনপি একটি বাজে দল। বিএনপি ট্রেনে আগুন দিয়ে চার জনকে হত্যা করেছে। বিএনপিকে সবাই প্রত্যাখ্যান করবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ভোলা সদরের ভেলুমিয়া বাজারের মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। আগামী ৭ জানুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
ভেলুমিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মোশারেফ হোসেন, সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভেলুমিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সহ সভাপতি মো: মহসিন প্রমূখ।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪