বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ বুধবার (৫ জুন) সকাল ৮টায়। ওই উপজেলার বাবুগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ও চাঁদপাশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দুটি কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটার উপস্থিতি নেই। সকাল ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত এক ঘণ্টায় দুটি কেন্দ্রে মাত্র এক পার্সেন্ট ভোট পড়েছে। বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে গিয়ে দেখা যায়, এক প্রার্থীর এজেন্ট প্রকাশ্যেই ভোট দিচ্ছেন।
ঘটনাটি সহকারী প্রিজাইডিং অফিসারের সামনে ঘটলেও তিনি ছিলেন নির্বাক।
সরেজমিনের চাঁদপাশা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দেখা যায়, মোট ১০টি বুথে ভোটগ্রহণ চলছে সেখানে। এই কেন্দ্রে মোট ভোটারসংখ্যা ৩৮৯৮। তবে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলে ৯টা পর্যন্ত ১০ বুথে মাত্র ৩৯টি ভোট পড়ে।
ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘বেলা গড়ানোর সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।’
চাঁদপাশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসার ডি এম রকিব উদ্দিন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪