প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৩:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৪, ৭:৪৭ পি.এম
বানারীপড়ায় নৌকার সমর্থনে গণমিছিলে নেতা-কর্মী ও জনতার ঢল
বানারীপাড়া প্রতিনিধি॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নৌকা প্রতীকের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণার শেষ দিন ৪ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে পৌর শহরের ফেরীঘাটের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রায় ১০ সহ¯্রাধিক নেতা-কর্মী ও সমর্থকের অংশগ্রহণে গণমিছিলটি শুরু হয়ে বানারীপাড়া হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে ট্রাক মঞ্চে দাঁড়িয়ে জনসমাবেশে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। এসময় বানারীপাড়া উপজেলা,পৌরসভা ও ৮ ইউনিয়ন আওয়ামী লীগ,এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থক এবং ওয়ার্কার্সপার্টির নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪