বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ২ নং চরাদী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: নাছির উদ্দিন হাওলাদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন ইউনিয়ন পরিষদের ৭ জন সদস্য।
বৃহস্পতিবার ( ২৯ আগস্ট) ইউনিয়ন পরিষদ সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব জমা দেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নাছির উদ্দিন হাওলাদার চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে ৮ মাস ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে বেপরোয়া হয়ে উঠেছেন।
এলাকার জনগণের সঙ্গে এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের সঙ্গে খারাপ আচরণ তার নিয়মিত ঘটনা। সরকারি কোনো বরাদ্দপত্র ইউপি সদস্যদের নিকট প্রকাশ না করে নিজের ইচ্ছামত পরিষদ চালায় তিনি।
এছাড়াও চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির কারণে পদত্যাগ চেয়ে ভিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, চরাদী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অনস্থা প্রস্তাব বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪