বার্তা ডেস্ক ॥ বিসিএস কৃষি ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। 'এপিকালচার ফোর লাইভলিহুড অ্যান্ড বায়োডাইভারসিটি' বিষয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে বাকৃবির গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই)।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ধাপে-ধাপে ক্যাডাররা এ প্রশিক্ষণ গ্রহণ করবেন।
জানা যায়, আগামী বছর ৮ মার্চ প্রশিক্ষণটি শেষ হবে । এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ৩২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। পরাগায়নের মাধ্যমে তেল জাতীয় শস্যের উৎপাদন বৃদ্ধি, সম্প্রসারণ, মধু চাষের সম্ভাবনাময় দিক এবং করণীয় বিষয়ের উপর তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। বাকৃবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকরাও প্রশিক্ষক হিসেবে তাদের প্রশিক্ষণ প্রদান করবেন।
গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে এবং খাইরুল আমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিওসি প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন বিশেষজ্ঞ মো. নজরুল ইসলাম, জিটিআইয়ের অধ্যাপক ড. মাছুমা হাবীব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমীন, তেল জাতীয় শস্যের উৎপাদন বৃদ্ধি প্রকল্প পরিচালক মুহাম্মদ আরশেদ আলী চৌধুরী, বাকৃবির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুহির উদ্দীন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪