বার্তা ডেস্ক ॥ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত নেতা হাসীব আলম তালুকদার। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর কছে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তিনি। হাসীব আলম তালুকদার বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন আজ রোববার দুপুর ১ টার দিকে রির্টানিং অফিসার পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে নিজে উপস্থিত থেকে মনোনয়ণপত্র প্রত্যাহার করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে হাসীব আলম তালুকদার বলেন, আমিতো আওয়ামী লীগের কর্মী। আওয়ামী লীগের কোন ক্ষতি হোক সেটাতো আমি চাই না। তাই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪