হামলা, ভাঙচুর ও কুপিয়ে আহত করার অভিযোগে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আস ম ফিরোজ, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মো: আলমগীর হোসেন, বাউফল পৌরসভার সাবেক মেয়র মো: জিয়াউল হক জুয়েল ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসারেফ হোসেন খানসহ ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০০-৩০০ জনের নামে শনিবার পটুয়াখালীর বাউফল থানায় মামলা হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: খলিলুর রহমান মামলাটি করেন। বাদির বাড়ি ওই উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামে। তার বাবার নাম আবদুর রহমান।
এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালের ১০ জুন সকালে বাউফল উপজেলার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল একই ইউনিয়নের ৯৮ নম্বর গোসিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় কর্মিসভার আয়োজন করে। সভা শুরু হওয়ার পর সকাল সাড়ে ১০ টায় আসামিরা লাঠিসোঁটা, দা, রামদা, লোহার পাইপ, জিআই পাইপ ও দেশী অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং নেতা-কর্মীদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
বাউফল থানার অফিসার ইন চার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ১ নম্বর আসামী আ স ম ফিরোজকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪