বরিশাল-৫ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। রোববার (০৭ জানুয়ারি) রাত সোয়া আটটায় এ আসনের প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষ করেন রিটানিং কর্মকর্তা শহিদুল ইসলাম।
আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের এ প্রার্থী ৬২ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের বরিশাল-৫ আসনের সংসদ সদ্য নির্বাচিত হয়েছেন।
রিটানিং কর্মকর্তা ঘোষিত ফলাফল অনুযায়ী, জাহিদ ফারুক পেয়েছেন ৯৭ হাজার ৭০৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন রিপন পান ৩৫ হাজার ৩৭০ ভোট।
বরিশাল-৫ আসনে ১৭৬ কেন্দ্রে ভোট নেওয়া হয়।
মোট ভোটার ছিল ৪ লাখ ৬৮ হাজার ৫৬৯ জন। এর মধ্যে মোট ১ লাখ ৩৩ হাজার ৯৭৪ জন ভোটার ভোট দিয়েছেন।
ভোট পড়ার হার মাত্র ২৯ দশমিক ৮৮ শতাংশ। আর বাতিল ভোটের সংখ্যা দুই হাজার ১৫।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়া ইকবাল হোসেন তাপস পেয়েছেন ২৮৬ ভোট, এনপিপির আম প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান সিকদার পেয়েছেন ২৫০ ভোট, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মাহতাব হোসেন পেয়েছেন ২১৫ ভোট এবং সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের আসাদুজ্জামান পেয়েছেন ১৪৭ ভোট।
আরো পড়ুন-
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪