বরিশাল সিটি করপোরেশনের মেয়রকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল মন্তব্যকারী মাসুদ সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে বরিশাল নগরীর রুপাতলি থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক। তিনি বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উল্লা রুমেল বাদি হয়ে মামলা দায়ের করেছেন সেই মামলায় তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। এরপর আদালত মাসুদ সিকদারকে জেল হাজতে প্রেরণ করেছে।
জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালগুনি গ্রামের মোক্তাদার সিকদারের পুত্র মাসুদ সিকদার ঢাকায় একটি হত্যা মামলার আসামী হয়ে পালিয়ে বরিশালে আসেন। এরপরে বরিশাল নগরীতে হলুদ অটোর বিট বাণিজ্য করে এই মাসুদ সিকদার। এছাড়া ফেসবুকে সকলকে নিয়ে অশ্লীল মন্তব্য করাই যেনো তার কর্ম হয়ে দাড়িয়েছে।
জানা যায়, মাসুদ সিকদার ও তার ঘনিষ্ঠ স্বজন বরিশাল নগরীতে মাদকের সিন্ডিকেট চালিয়ে আসছে দীর্ঘদিন যাবত পুলিশ সেই বিষয়ে খোঁজখবর নিচ্ছে বলে জানান কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪