বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে শীর্ষ পদধারী দুই চিকিৎসক প্রকাশ্যে মারামারি করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৯ জুলাই) বেলা সাড়ে ১২টায় হাসপাতালের দরপত্র সংক্রান্ত একটি সভায় তর্কাতর্কির এক পর্যায়ে তারা হাতাহাতিতে লিপ্ত হন। ওই সভায় হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামসহ চিকিৎসক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই চিকিৎসক হলেন- হাসপাতালের সহকারী পরিচালক ডা. রেজওয়ানুর আলম (অর্থ ও ভাণ্ডার) ও কলেজের উপাধ্যক্ষ অর্থপেডিক্স বিভাগের প্রধান ডা. জিএম নাজিমুল হক। ডা. নাজিমুলের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ডা. রেজওয়ানুরকে কারন দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে।
ডা. রেজওয়ানুর সাংবাদিকদের কাছে অধ্যাপক চিকিৎসকদের বিরুদ্ধে সত্য জানিয়ে বলেন, সভায় তিনি ওইসব অভিযোগ করায় উপাধ্যক্ষ ডা: নাজিমুল তার ওপর চড়াও হন।
ডা. নাজিমুল কলেজ অধ্যক্ষর কাছে লিখিত অভিযোগে জানান, নিচস্তরের পদধারী হয়েও সভায় তার সঙ্গে অসাদরন করেছেন ডা. রেজওয়ানুল।
এ ঘটনায় সহকারী পরিচালক ডা. রেওজয়ানুরকে শোকজ নোটিশ দিয়েছেন হাসপাতাল পরিচালক ডা. সাইফুল ইসলাম। আগামী ৩ কর্মদিবসের রেজওয়ানুলকে জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪