বার্তা ডেস্ক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় নগরীর রুপাতলিস্থ পুলিশ লাইনস মাঠে বিএমপি'র বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম এর পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী। এ সময় তিনি খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব ও সুফল নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) মোঃ আব্দুল ওয়ারেস সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪